কাটাকীর্ণ নির্জন এ প্রেমের পথে
ভাবিনি ফিরিব শেষে রিক্ত হাতে!
মম মর্ম শিউরে একবিন্দু তুমি
সকলই নিঃসার,কেবল ধ্রুব তুমি ৷


তব মর্ম মাঝে ডুবিছিনু আমি৷
ব্যাথাভরা হৃদি আজ কন্টকাঘাতে
বাচিয়া রহেও মরিতেছি অনুক্ষণে,
তব নিরব ব্যাথাসিক্ত করুণ আঘাতে ৷


রুদ্ধ হলো যবে তব প্রেমো মন্দির,
আরতিকালে রুদ্ধ করিলে মনোদ্বার!
জানি খুলিবে না সে দ্বার আবার–
সে দ্বারে কপাট হয়ে রবে মম অস্থি– হাড় ৷


সতত সে বেদন দিবে ব্যাথা মোরে!
নিমজ্জিত করি অতল ব্যাথা রত্নাকরে ৷
যতই পরশি তারে ভুলিবে না আর,–
মম পরশে সে জন হ'বে না অধীর৷


তবুও চাহিব তারে সতত শতবার,
ভাঙ্গাতে পারি যদি তব মনোভার ৷
এ প্রাণও সে আশায় রবে চিরদিন;
যদিবা ললাট লেখন হ'য়ে যায় ' লীন!!