কালের কঠোর শৃঙ্খলে বাঁধা,
শত সহস্র বাহু জাগে।
ধূসর ধুলিমাখা শরীরে,
অদম্য শক্তি যেন লাগে।
পাহাড়ের বুক চিরে যারা আনে পথ,
মরুর তপ্ত শ্বাস উপেক্ষা করে।
অগ্নিকুণ্ডের লোহা পেটায় যারা,
নতুন সৃষ্টির মন্ত্র ধরে।
ঝঞ্ঝার বিরুদ্ধে দাঁড়ায় বুক পেতে,
বজ্রপাতের ভয় তুচ্ছ মানে।
অন্ধকার খনির গভীরে চলে,
জীবনের ঝুঁকি যারা টানে।
তাদের কঠিন মুষ্টির ঘামে,
ভেজা মাটির প্রতিটি কণা।
তাদের ইস্পাতের পেশীতেই,
গড়ে ওঠে ভবিষ্যতের রচনা।
শোষণ আর বঞ্চনার নাগপাশ,
তাদের রুদ্র রোষে হবে চূর্ণ।
অধিকারের বজ্রনির্ঘোষে,
জাগবে নিপীড়িত, হবে পূর্ণ।
তারা তো কেবল শ্রমিক নয়,
তারা বিপ্লবের বহ্নিশিখা।
তাদের সম্মিলিত পদভারে,
কাঁপবে ধরিত্রী দিক্‌-দিশাহারা।
তাদের শ্রমের তেজে দীপ্ত হোক,
আগামীর সূর্যোদয়।
তাদের জয়গানে মুখরিত হোক,
মুক্তির প্রাঙ্গণ নির্ভয়।