তুমিই নেতা ,
তুমি অন্নদাতা
মুক্তিদাতা
তুমিই স্বপ্ন দাতা
তুমি অমর কাব্যর রাখালি
তুমি নকশি কাঁথার ফোটানো ফুল
তুমি রুদ্রের দোহের আগুন
তুমি ভালোবাসার বাংলাদেশ


তুমি প্রেমের বিষণ্ণতার নজরুলের ভয়াল কণ্ঠ স্বর
হয়েছিলে বাকরুদ্র ভয়াল রাতে
অভিশপ্ত হয়েছে আকাশ জমিন
হয়েছে শোকে কাতর মুক্তির স্বাদ পাওয়া সদ্য বাঙালি


তুমিই বঙ্গবন্ধু
এসেছিলে বঙ্গদেশে
করেছো সমাজ সংস্কার
পেয়েছি আশার আলো