যদি এমন হতো?
এই শহরে একটা ট্রেন থাকতো,
ট্রেনের নাম দেওয়া হত কষ্ট কুড়াই এক্সপ্রেস!
                    আর সেই ট্রেন,
এক স্টেশন থেকে আরেক স্টেশনে
              কষ্ট কুড়িয়ে বেরাতো।


আর কষ্ট নামের যাত্রী গুলো সব
স্টেশনে-স্টেশনে অপেক্ষারত,
কখন ছেড়ে আসছে কষ্ট কুড়াই এক্সপ্রেস!
               আসলেই চড়ে বসত
        কষ্ট নামের সব যাত্রী গুলো।


ঝক ঝক করে চলছে-কষ্ট কুড়াই এক্সপ্রেস!
                    গন্তব্য দূর অজানা,
এভাবেই এই শহর থেকে কষ্ট গুলো সব হারিয়ে যেত
                  অজানা কোন স্টেশনে।