সুখ আর দুঃখ
জীবনের আরেকটা জীবন!
পাওয়া আর না পাওয়ার মধ্যে আছে-
তাদের চরম বাহাদুরি,
পাওয়ার ভিতরে যেমন সুখ!
না পাওয়ার ভিতরে আছে দুঃখ!
মানুষ যখন অতি আনন্দে-
সুখের নদীতে জীবন তরী বাইতে থাকে,
হঠাৎ কালবৈশাখী ঝরে ডুবে যায় সেই তরী!
সুখের সতীন হয়ে হাজির হয়ে যায় দুঃখ মানুষের জীবনে;
সুখ-দুঃখের এই চুল ছিড়া ছিড়ির মধ্য দিয়েই
চলতে থাকে মানুষের জীবন!
জীবনের গল্পটা বড়ই রহস্যময়!!