গ্রীষ্মের ওই তেজস্বী রৌদ্র
শান্ত হয়ে ওঠে,
বর্ষা এলে পরে!
কদম গাছে-কদম ফুল
বর্ষার বার্তা বয়ে,
মিষ্টি করে হাসে।
বর্ষা এলে পরে!
আকাশের বুকে জমানো কান্না
বৃষ্টি হয়ে ঝরে,
বর্ষা এলে পরে!
বাংলা মায়ের খাল-বিল সব
কানায় কানায় ভরে,
নদীর রুপে সাজে।
বর্ষা এলে পরে!
সেই নদীটির রুপ ছড়াতে
শাপলা ফুল ও হাসে,
বর্ষা এলে পরে!
কচুরি পানার ভিড়ে
ডাহুক পাখির আনা ঘোনা,
বর্ষা এলে পরে!
প্রকৃতির এই অপূর্ব সুন্দর
চোখ জুড়ানোর তরে,
বর্ষা এলে পরে!!