"আগষ্ট মাস"
জাকিরুল চৌধুরী
@@@@@@@@@
  
ইতিহাসের পাতায় এই মাসটি দুঃখজনক মাস,
একটি পরিবারের কাছে টেনে নিয়ে যায় জলোচ্ছ্বাস।
এই মাসে আবার সূর্য অস্ত্র যায়,
তাকে খুঁজে আমি নাহি পাই।
হাজার বছরের শ্রেষ্ট তিনি হাজার লোকের প্রাণ,
এই মাসে যেন বাঙালি হারায় সকল সম্মান।
তিনি না হলে আমাদের করতো এখনো শোষণ,
তিনি জন্ম নিয়েছিলেন বলে পাইযে আসন।
আগষ্ট মাসে একটি পরিবার থেকে রক্ত যেন ঝরে,
আজও যেন সেই স্মৃতি সবার দিলে মনে পরে।
দেখো বাঙালি ঝরছে রক্ত শেখ পরিবার থেকে,
মন কি চায়না ঘাতককে ধরতে কঠিন হস্তে।
তিনি আর কে? তিনি মোদের জাতির পিতা,
তিনি আর কেও নন?  তিনি মোদের জাতির নেতা।
আগস্ট মাসে রক্ত ঝড়চে দেখো বাঙালি চেয়ে,
যদি তিনি আদোও বেচে থাকতেন খুশি সবাই পেয়ে।