মাগো তুমি আজ পাশে নেই বলে কেউ করে আদর,
আমার জীবনে বুঝি মাগো নেমে এসেছে দুঃখের চাদর।
রাতের পর রাত মাগো বুলাতে মাথায় হাত,
তুমি ছাড়া একলা ঘরে কেমনে কাটাই রাত৷
অসুস্থ হয়ে পড়লে মাগো যত্নের নেই অভাব,
এই জগতের পাল্টে গেছে মাগো সভাব।
ঘরেতে যদি না থাকিত টাকা আনতে করে ঋণ,
তবে ওষুধ খেয়ে মোর যেতো ভালো দিন।