দাঁড়িয়ে আছি আজও এক বুক কষ্টের পাহাড় নিয়ে,
কে দেখে সেই কষ্টের পাহাড়।
কে নিবে তার ভাগ,
কেউ নিতে চাইবে না।
কাউকে দেখানোর মতো কোনো পরিস্থিতি নেই।
আছে শুধু আগুনের মতো পুড়ে যাওয়া কয়লার মতো ছোট্ট ছোট দুঃখ কণা।
কে ফুটাবে সেই বুকের মাঝে দুঃখের বদলে হাসির ফুল,
ফোটানোর মতো কোনো পরিস্থিতি নেই বা পরিবেশ সৃষ্টি হয়নি।  
সেই বুকে দুঃখরা আজ কেঁদে কেঁদে মরে।