আমার গাঁয়ের দৃশ্য যদি তোমরা সবে চাও,
নেত্রকোনা মোহনগঞ্জ থানার সুয়াইর গ্রামে যাও।
গ্রাম নয়তো সোনার পরি ছড়িয়ে আছে চারদিকে,
সেই গাঁয়ের মৃদু হাওয়া বড়ই মধুর লাগে।
বৈশাখ মাসে সোনালী ধানে বাতাসেতে ঢেউ খেলাতে,
এমন সোনার গ্রাম বলো আছে কার জেলাতে?
সাতমা ধলাই নদী তোমরা দেখতে যদি চাও,
নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানার সুয়াইর গায়ে যাও।
প্রতিনিয়ত জেলে ভাই ধরছে প্রচুর মীন,
রাত পোহালে বাড়ছে মাছ নিত্য প্রতিদিন।
আমার গাঁয়ের রাখাল ছেলে নির্জনে বাজায় বাঁশি,
বৈশাখ মাসে সোনালী ধানের হাসি রাশি রাশি।