আমার মা এই ভবের
একটি আকাশ তারা,
আকাশ মোটেও নয়তো ভালো
আমার মা ছাড়া।
শূন্য আকাশ কাঁদে যেন
আমার মায়ের জন্য,
আমার মাকে কাছে পেয়ে
দুনিয়া অনেক ধন্য।