আমি মরলে কবর দিয়ো আমার মায়ের পাশে,
কবরের মাঝেও থাকতে পারি যেন মায়েরও কাছে।
এই কথাটি গ্রামবাসীর কাছে যাই কয়ে,  
মায়ের পাশে থাকতে চাই কবরেতে শুয়ে।
আমি মরলে কবর দিয়ো মায়ের পাশে ভাই,
কবর থেকেও যেন আমি মায়ের ডাক শুনতে পাই,
মায়ের পাশে রেখো আমার কবর একটু ঠাঁই,
এই কথাটি বংশধরদের আমি বলে যাই।