কমে কমে বড় হয়েছি, সত্যিই আজ বুঝতে পারছি যে,
শৈশবে কত ভালো ছিলো।
এখন তো আর ইচ্ছে করলেই সেই শৈশব ফিরে পাবো না আর।
পড়ন্ত বিকেল খেলার মাঠে ছুটে যেতাম খেলার জন্য,
কখনো বউচি, কখনো হাডুডু, কখনো গাচদৌড়, কখনো আবার কানামাছি খেলা হতো,
বৃষ্টি হলে নদীতে কিংবা পুকুরে সাঁতার কাটা হতো,
এখন তো আর কেউ হতে পারি না একসঙ্গে,
আর বুঝি উপভোগ করতে পারবো না সেই শৈশব স্মৃতিকে।
যখন যে ফলের আমেজ হতো সেই সময় অন্যের গাছ থেকে চুরি করে ফল খেতাম।
আজ কোথায় গেলো সেই শৈশবের আমার দিন গুলো কোথায় গেলো।