সাড়ে তিন হাত মাটির নীড়ে রাখবে শুয়ায়ে,
আজ মরলে কাল দুদিন কাঁদবে না তোমার জন্যে।
কেউ বা কাঁদবে মাটির ঘরে কেউ বা কাঁদবে দালানে,
কেউ বা আবার কাঁদবে তোমার লালন পালনে।
আমি মরলে সবাই কাঁদবে একে অন্যের কাঁধে ধরে,
আজ হয়তো বেঁচে আছি কাল হয়তো যাব মরে।
সবাইকে কাঁদিয়ে যাব মায়ার ভুবন ত্যাগ করে,
আমার মৃত দেহ নিবে কাঠোলা চার জন কাঁধে চড়ে।