এক নজর দেখতে যদি তোমার সবাই চাও,
দেখতে চাইলে তোমরা সবে সুয়াইর গাঁয়ে যাও।
শুয়ে আছে মায়ের পাশে জননী পাগল ছেলে,
মা ছেলে এক সাথে না হয় রাত থম থম খেলে।
আঁধার ঘরে শুয়ে আছে আমার কবর গা,
ধীরে ধীরে পেলো তোমরা নিঝুম দুপুর পা।
হাজার বছর যাবে কেটে রবে না কবর স্মৃতি,
জগৎ মায়ায় পড়ে সবার পাল্টে যাবে রীতি।