এসো হে বসন্ত, এসো!
এই বাংলার বুকে এসো।
তোমার জন্য শত হাজার লোক অপেক্ষা করছে।
শুধু তুমি আসবে বলে,
হে বসন্ত,
এসো বসন্ত এসো।
তোমার জন্য করছে অপেক্ষা সেই কোকিল, শিমুল, আর পূবালী মৃদু হাওয়া।
তোমার সেই কণ্ঠে কোকিল গায় না গান,
শুনতে পারি না সেই কোকিলের মধুর ডাক।
পূবালী মৃদু হাওয়ার শনশন শব্দ।
তুমি না আসলে কিভাবে শোনবো সেই সব কিছু।
তাই আর দেরি না করে এমে পড়ো হে বসন্ত,
এসো বসন্ত এসো।