আসো মা ফিরে "
জাকিরুল চৌধুরী
@@@@@@@@@


আসো মা ফিরে দেখো কেমন আছে তোমার সন্তান,
তুমি না আসলে কেমন করে দেখাবে যে প্রমাণ।
মাগো তুমি নিতে আমার সকাল সন্ধ্যা রোজ,
এখন তো আর নেই না কেহ লও না খোঁজ।  
মাগো তুমি ফিরে এসো দেখো তোমার সন্তানের কাজ,
কেমন করে করচ্ছে কাজ যে নিত্য দিনের সাঝ।
মাগো তুমি যখন আমার মাথায় বুলাতে হাত,
এখন তো আর বুলাই না কেহ কেমনে কাটাই রাত।
যখন তুমি ঘুম পারানি মাসি পিসি শুনাতে গান,
সেই গান শুনে মাগো জুরাইত আমার সারা প্রাণ।