আসলো ভবে ভাসলো তবে বাসন্তীর আগমন,
সবাই মিলে এক দ্বিলে জানায় তাকে স্বাগতম।
ফাগুন এলো ভোর হলো নতুন রবির আলোতে,
বছরের সব পুরাতন সব ধ্বংস হোক ধুলোতে।
শিমুল ফুলে পাখি দোলে কোকিল কণ্ঠে গান,
কোকিল সুরে মধুর স্বরে জুড়ায় দেহ প্রাণ।
বসন্তের দেয়া মৃদু হাওয়া দেহে জাগে সতেজ প্রাণ,
ফিরে এলো ভোর হলো কোকিলের প্রতি টান।