ভবের তরী
জাকিরুল চৌধুরী


ভবের তরী যাই বাইয়া
পাইনা নদী কিনার,
এই দুনিয়া হবে ধ্বংস
থাকবে না কেউ আর।
ভবের তরীতে ভাসছো তুমি
জলে হবে তল,
আর কতদিন দেখাবে তুমি
তোমার গায়ের বল।
ভব সিংহাসনে বসে তুমি
করছো কতো মজা,
এই মজার কারণে তুমি
একদিন পাবে সাজা।