বন্ধু তুমি কার সনে
বাঁধলে প্রেমের ঘর
কেন তুমি করে গেলে
আমায় একা পর।
মন কি তোমার কাঁদে না
গো আমার জন্য
তোমার কাছে ছিলাম কি
আমি এতোই নগন্য।