বসন্ত কালে নতুন পাতা গাছে গাছে গজায়,
বসন্ত কালে পূব আকাশে সূর্য নতুন সজায়।
বসন্ত কালে কোকিল ডাকে তার মধু স্বরে,
তার কণ্ঠের গানে আমার মনটা যায় ভরে।  
বসন্তের সেই মৃদু হাওয়া পূবালী বাতাসে,
এক এক রাশি মেঘ জমে থাকে পূব আকাশে।
বসন্ত কালে শিমূল ফুলে প্রাণটা যায় ভরে,
বসন্তের সেই সকল কিছু আজাও মনে পরে।
শিমূল ডালে পাখি বসে ডাকে কিচিরমিচির,
ভোর বেলাতে পাখি ডাকে কিচিরমিচির।