বসন্তের আবাস পাচ্ছি আমি আসবে আবার মোদের মাঝে,
এক ঋতু আসতে আরেক ঋতুর আমোদ প্রমোদ চারদিকে ছড়িয়ে পড়ে।
শুধু এই বাংলায়
মনে হয় আর কিছু দিন পর বসন্তের আগমন,
সেই উল্লাসে বাংলার প্রতিটি ঘরে ঘরে নতুন দিবা রাত্রি যেন নেমে এসেছে।
শুধুই বসন্তের আগমনে,
শীতের সেই কুয়াশা শেষে চলে আসবে বসন্ত - আমাদের কাছে
নতুন কিছু নিয়ে
বসন্ত আসবে হলুদ শাড়ী আমেজে,
বসন্তের আগমনের আগে শীতের কুয়াশারা কিছু বার্তা নিয়ে আসবে।
সেই সাথে আরো অনেক কিছু নিয়ে আসবে আমাদের মাঝে সেই প্রত্যাশায়
আছে এই বাংলার মানুষ।