রোজ সকালে যাচ্ছে শোনা বসন্তরই ডাক,
বসন্ত এলো, কোকিল এলো জাগরে সবাই জাগ।
কোকিল এলো শিমুল ফোটলো এলো মৃদু হাওয়া,
চেয়ে নাও বসন্ত কালে আছে যতো চাওয়া।
শিমুল ডালে কোকিল ডাকে বসে আপন মনে,
সবার কাছে তাল মিলিয়ে করে সন্ধি ক্ষণে ।
বসন্ত কালে শিমুলের ফুলে গ্রাম দেখা যায় লাল,
তাই তো বুঝি ঋতুর রানী হলো বসন্ত ঐই কাল।