বসন্তর ওই রুপ রেখা আঁকাতে কে বা জানো,
যে পারে তোমরা তাকে তাড়াতাড়ি আনো।
বসন্তের ওই কোকিল ডাকে হাওয়া বইছে গান,
কোকিল গানে মুগ্ধ করে সবার সতেজ প্রাণ।
ফুলের সাথে পাখির সভা হয় যে দিবা রাত্রি,
বসন্ত এলে ফুলের সুভাস হয় যে তারা যাত্রী।
কোকিল ডাকে মনের সুখে রোজ বিকেল বেলা,
দিনটা তবুও কেটে যায় যে করে নানান খেলা।