আজ কোথাও নেই?  বসন্ত!
ধীরে ধীরে চলে যাচ্ছে আমার কাছ থেকে বসন্ত কাল,
বিদায় নিবে বুঝি,
কোথাও নেই কোকিলের গান,
নেই শিমুল ফুলের গন্ধ, শিমুলের ডালে পাখিদের কিচিরমিচির,
শিমুলের ফুলের সঙ্গে প্রেম, ফুল, পাখিদের।
কোথাও নেই সেই বসন্তের মৃদু হাওয়ার গন্ধ,
কোথাও সাড়া জাগানোর বেলা নেই।
নেই নিঝুম বেলা ঘুঘু পাখির ডাক,
নেই ঝি ঝি পোকার গান।
নেই খরানি পোকার সেই লম্বা বাদ্য যন্ত্রের গান।
বসন্ত বুঝি চলে গেছে।