চাতক পাখি লেজ গুটিয়ে
উড়ে আকাশ পানে
সন্ধ্যা হলে আবার আসে
বাচ্চা দুটি টানে।
গায়ের বাসায় আমরা বলি
এটি তীর পাখি
আসলে এটি তীর পাখি নয়
চাতক বলে ডাকি।
চাতক পাখি চাতক পাখি
দেখতে ভালো বেশ
তার শরীরে ছড়ায় যেন
সবুজ রঙে কেশ।