ছন্দে ছন্দে ঘুরেন যারা
তারা ছন্দ কবি,
তাঁরাই তুলে এই সমাজের
দৈনিক প্রতিচ্ছবি।
কবিতা লিখলেই হয় না
কবি হওয়া সহজ,
সাহিত্যের যার সকল শাখা
আছে যে মুকজ।