ডাকিস না আর কোকিল তুই থাকতে পারি না ঘরে,
যখন তুই কুহু কুহু করে ডাকিস মন আনচান আনচান করে।
বসন্তের এই মৃদু হাওয়া কি লাগাইলো মায়া,
সার নিশি ঘুরে যেন মোর সাথে বসন্ত ছাড়া।