আর কতদিন করবে তুমি তোমার দেহের বড়াই,
চুল পেকেছে গুঁজো হয়েছো চামড়া হয়েছে জড়াই।
সময় থাকতে ওই পাড়ের হালটা ধরো হাতে,
সময় গেলে ধরে কবুও লাভ হবে না তাতে।
শিশু গেল, যৌবন গেল এলো প্রবীণ সময়,
যতই দিন যাচ্ছে তোমার বয়স হয় কময়।
চুল তোমার পাকে নাই গো সাদা দুধের তেলে,
আসবে না আর ভবে ফিরে তুমি মরে গেলে।