দেশটা আজও হয়নি স্বাধীন,
পাইনি কোথাও স্বাধীনতা।
যে স্বাধীনতা আনতে গিয়ে দিতে হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জত,
দেশটা আজও হয়নি স্বাধীনতা।
কোথাও স্বাধীনতার সাড়া শব্দ দেখা যায় না,
যে স্বাধীনতা পেতে নয় মাস যুদ্ধ করতে হয়েছে।
যে স্বাধীনতা লাভ করতে ত্রিশ লক্ষ শহীদের রক্তে ঢাকার রাজপথ লালে
বন্যা হয়ে গিয়ে ছিলো,
আজ কোথায় স্বাধীনতা নেই।
দেশটা আজ ভরে গেছে চুর, বাটপার আর দুর্নীতিতে,
নেই স্বাধীনতার মানবতা, নেই স্বাধীনতার মর্যাদা,
নেই কোথাও নেই,
সেই স্বাধীনতা, আজ কোথায় নেই।