দেশটা আমার মায়ের মতন বুকে করেছে লালন,
দেশটা আমার মায়ের মতো পেটে ধরেছে ধারন।
দেশটা আমার সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা,
নানান ফসল সবুজ শ্যামলে চারদিকে বেড়া।
দেশটা আমার ফুল, ফল আর পাখপাখালি দেশ,
দেশটা আমার মুগ্ধ করে দেখে মনোরম পরিবেশ।
দেশটা আমার ষড়ঋতুর আর নানান ফুলের দেশ,
এই দেশেতে প্রকৃতি তৈরি করে নানান পরিবেশ।