লজ্জা শরম পুড়ে খাইছে দুনিয়া,
মেয়ে মেয়ে বিয়ে করে বাঁচবে কি নিয়া।
কিয়ামতের আলামতের এই সব কিছু,
যে সব নিষেধ ঘুরছি তার পিছু পিছু।