আকা বাকা রাস্তা দিয়ে করতাম ছুটাছুটি,
শৈশবের এক বন্ধু ছিল নাম তার জ্যোতি।
কতই না খেলতাম মোরা শৈশবেরই খেলা,
খেলার ফাঁকে কখন জানি কেটে যেত বেলা।
ছোট্ট কালে ভালো ছিলো শৈশবেরই দিন,
বড় হতেই না হতে দিনটা হচ্ছে সংক্ষীণ।
শৈশব আমার পড়ে মনে সোনালী দিনের কথা,
কারও সাথে ঝগড়া হলে মনে পেতাম না কবু ব্যথা।