ইচ্ছে হয়
জাকিরুল চৌধুরী


ইচ্ছে হয় পাখি হয়ে
উড়ি আকাশ পানে,
উড়া দুড়া মন আমার
মনকি আর মানে।


ইচ্ছে হয় ফুল হয়ে
ফুটে থাকি বাগানে,
ইচ্ছে হয় মন আমার
এগিয়ে যেতে সামনে।


ইচ্ছে হয় হতে পাহাড়
শক্তি দিতে মাটিকে,
ইচ্ছে করে ফিরে পেতে
মোর জীবন সাথীকে।


ইচ্ছে করে বৃষ্টি হতে
ভিজিয়ে দেই তোমাকে,
আমায় তুমি খুঁজে পাবে
নীল সাগরের ঢেউতে।


ইচ্ছে করে প্রেমিক হতে
প্রেম মোই করতে,
স্বার্থক হবে মোর প্রেম
রাজি আমি মরতে।