গ্রামের ছেলে গ্রামে থাকি করি কৃষি চাষ,
সেই গ্রামে বয়ে চলে কৃষকের আনন্দ উল্লাস।
যখন হাঁটি মেঠোপথে আঁকা বাঁকা রাস্তায়,
জন্ম সূত্রে গাঁথা আমার থাকি সর্বদাই কাঁদায়।
গ্রামের মানুষ অনেক ভালো তা জানার নেই,
সেই কথাটি গ্রাম গঞ্জে আমি ছড়িয়ে দেই।
গ্রামের ছেলের শরীর থেকে আসছে মাটির সুভাস,
নিজের খাবার বিলিয়ে দেয় থাকে উপবাস।