সারা দেশে ছোট বড় প্রায় হাজার হাজার গ্রাম আছে,
নিজ নিজ কাছে নিজের গ্রাম সবচেয়ে মধুর হয়।
যার যে গ্রামে জন্ম তার সেই গ্রাম তার কাছে মায়ের সমান।
মা যেমন তার সন্তানকে আগলে রাখে সর্বদা,
যেভাবে সন্তানদের আদর স্নেহ করে,
সেই সন্তানদের কাছে মা যেমন প্রিয়।
ঠিক তেমনি নিজে কাছে তার গ্রামটি হয়ে  ওঠে প্রিয়।
আমার গ্রামটি আমার কাছে মায়ের সমান,
আমার গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে একটি সরু মেঠোপথ,
মেঠোপথের দুপাশে কেবল গাছ আর গাছ,
সবুজ, শ্যামল পরিবেশে রূপ নেয় বহু ধরনের।
সোনালী ধানের হাসি বাতাসে ঢেউ খেলে যায়।
পাখপাখালির কিচিরমিচিরে ভোর হয় আমাদের গ্রাম,
গাছে গাছে পাখির গান কিচিরমিচির শব্দে হেসে বেড়ায় গ্রামটি।