চারদিকে আজ গ্রাম ধু ধু করছে সবুজ শ্যামল ছায়া,
গ্রামটা আমার ভরে আছে প্রকৃতির সেই মায়া।
মাঠের পরে মাঠ আছে সবুজ শ্যামল ঘাসে,
ভোর বেলাতে গ্রামের উপর সূয্যিমামা হাসে।
শীতের কালে শিশির বিন্দু ঘাসে নুয়ে থাকে,
বারো মাসি গ্রামটি আমার শ্যামল প্রকৃতি রাখে৷
গ্রামটি আমার সোনালী হাসে চোখ পিরানো দায়,
গ্রামটি আমার ধরে রাখতে সারা জীবন চায়৷