সবুজ শ্যামল ছায়ায় গ্রামটি আমার ঘেরা,
সব জেলারই মধ্যে যেন গ্রামটি আমার সেরা।
সাঝ সকালে পাখির ডাকে গ্রামটি হয় যে ভোর,
সারা দিনের আপদ বিপদ হয়ে যায় যে দূর।
পাখির ডাকে রোজ সকালে সূর্য রবি হাসে,
পাখির সনে গাছের সনে সবার কথা ভাসে।
মাঠের পরে মাঠ চলছে সবুজ ঘাসের বুকে,
আপদ বিপদে গ্রামের লোকে থাকে সুখে দুখে।
সবুজ শ্যামল গ্রামটি আমার মায়ের মতো,
দূর হয়ে যায় সারা দিনের ক্লান্তি আছে যতো।