দিন আনে দিন খায় কখনো না খেয়ে,
এক মুস্তি ভাতের বধলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়া।
শুধু পেটের জন্য
আর তাদের কপালেই লাতি মেরে দিচ্ছে একটি সমাজ।
কি করেছে সেই সব মানুষ গুলো
যাদের টাকার পয়সা খেয়ে অট্টালিকা বানাচ্ছে তাদের নেই দোষ।
গরীবের পেটে লাট্টু মেরে হচ্ছে ধনী গনি।