আমি কোনো কবি নই,
কবিতাও লিখি না, মাঝে মাঝে অন্যদের কবিতা পড়ি।
শখের বসে মাঝে মধ্যে দু একটা কবিতা লিখি।
সেই সব গুলো কবিতা হতেও পাড়ে নাও হতে পাড়ে।
তবুও কবিতা লিখি৷
জানি হাজার বছরও পরেও আমার কবিতায় ভুল ধরবে হাজার লোকেরা।
বসবে কবিতা ডল। নানান মানুষের মুখে সমালোচনা।
বলবে সেটা কবিতা নাকি কবি হয়েছে।
নেই কবিতার স্বাদ, নেই বানান ঠিক, নেই ছন্দের গঠন, নেই ঘোচানো, নেই কোনো কিছু নেই।
এই নিয়ে সাড়া ফেলে দিবে সমালোচনার বাজারে ডল।
এই জন্য লিখি না কবিতা।
শুধু বিদ্রোহী হয়ে উঠতে চেয়ে ছিলাম।