শরৎ গিয়ে হেমন্তের হচ্ছে ঋতু বদল,
নতুন পাতা গজাবে হবে নতুন সকল।
চারদিকে ধীরে ধীরে হেমন্তের ঘ্রাণ,
ফুলে গন্ধে হেমন্তে জুড়ায় সকল প্রাণ।
মৌমাছিরা ফুলের মধু করছে আহার,
চারদিকে ছড়াচ্ছে হেমন্তের বাহার।
হেমন্তের ঘ্রাণে প্রাণটা হয় আকুল,
সরিষা ফুলের ঘ্রাণে মনটা হয় ব্যাকুল।