এই ধরার বুকে আসুক নেমে আবার,
এই বাংলার বুকে হেমন্তকাল,
হেমন্তের উৎসবে মেতে উঠে বাংলার চাষিরা।
এই হেমন্তের তারা আনন্দের সাথে ধান কাটে,
দিনের শেষে ধান মারাই করে নিয়ে গোলা ভরে।
হেমন্তকালে নানা পিঠা পুলির উৎসবে ধুমধাম পড়ে যায়,
নতুন চালের গুঁড়ি আর খেজুরের রসের তৈরি গুড় দিয়ে নানা পিঠা।