জীবনের হিসাব নিকাশ যদি দিতে চাও,
দুনিয়াবি সব ছেড়ে আল্লাহর ঘরে যাও।
দুনিয়া দুনিয়া বলে কেঁদো না মানুষ গণ,
কবরে কেউ হবে না সাথী তোমার আপনজন।
কবরে যদি জ্বালাতে  চাও তুমি নূরের বাতি,
সব কিছু ছেড়ে দিয়ে করো আল্লাহ কে করো সাথী।
যতই যাচ্ছে দিন তোমার ততই হচ্ছো মৃত্যুর মুখোমুখি,
সব কিছু বাদ দিয়ে তুমি জীবন সামনে দাও উঁকি।