জননী কাব্য

আজ লিখব শেষ কবিতা
মা জননী কাব্য,
শূন্য খেলায় হয়ে আমি
আজ হয়েছি সভ্য।
মা জননীকে বিশ্ব বুকে
করবো পরিচয়,
জীবনকে তুমি গড়ে তুলো
করো প্রেমময়।
মা জননী বুকে আমি
থাকতে চাই জনম ভোর,
জননীকে খুজতে গিয়ে
কাটিয়েছি বহু প্রহর।