মন চায় না জন্মভূমি ছেড়ে যেতে কবুও,
উপার্জনের তাগিদে ছেড়ে যেতে হয় তবুও।
জন্মভূমির মায়া আমার চারদিকে ঘেরা,
বাস্তবতা জীবন বুঝি শুধুই লাগে ফেরা।
জন্মভূমির গাছপালা, ফুল, ফল, যেমন পশু পাখি,
জন্মভূমি ছেড়ে এসেছি করছে তবুও ডাকাডাকি।
গ্রামের কথা মনে হলে বুক পেটে যায় কেঁদে,
মনটা কবুও রাখা যায় শিকল দড়ি বেঁধে।