"যৌবন চাই"  
জাকিরুল চৌধুরী
@@@@@@@@@
  
আজ আমি বৃদ্ধা হয়ে
হারালাম মোর যৌবন,
হস্ত বাড়ালে পাব কী
আর অতীত ভুবন।
যে যৌবনের তাড়নায় তুমি
দেখাতে গায়ের বল,
সেই যৌবনের চাহিদা আজ
কোথা গেল চল।
মৃত্যুর মুখে পতিত আজ
যৌবন কোথা গেল,
সেই যৌবনকে খুঁজি আমি
আর না ফিরে এল।
যৌবনের তাড়নায় তুমি করিতে
কত না বাহাদুরি,
আজ সেই রিক্ত যৌবনে
করো কত আহামরি।