আজ আমায় কে ডাকবে আমার নাম ধরে,
তুমি মাগো চলে গেছো একা আমায় করে।
রাগ করলে কে ভাঙ্গাবে আমার সেই রাগ,
বাবা আমায় মারলে মাগো বলতে এবার তাক।
বেশি দুষ্ট করলে একবার ভাত না খেলে,
কত কিছু সোনা বলে ডাকতে আয় ঘরে ছেলে।
এখন তো আর ডাকে না মা অতি আদর মুখে,
তুমি মাগো কেমন আছো, আমি আছি বেশ সুখে।