আমি কোনো কবি নই, আমি কবিতা লিখি না।
আমি এসেছি অমর পান করতে।
কবি তো তাঁরাই যারা কবিতা লিখে,
আমি কিন্তু কোনো কবি নই,
মনের শখের বসে দু একটা কবিতা লিখি।
আবার দু একটা কবিতা লিখি বলে আমি কবি নই।
কবি মানে কি, কবিতা মানে কি তা আমি বুঝি না কিংবা জানি না।
কবি হলে নজরুল, রবীন্দ্রনাথ তাঁরা হলেন কবি সাহিত্যিক।
আমার ভিতরে বা আমার মাঝে কবিত্ব নেই।
যদি থাকতো তাহলে নজরুল আর রবীন্দ্রনাথের মতো বড় কবি হতে পারতাম।