আমাদের দেশটা কতোই না সুন্দর,
চারদিকে রয়েছে সবুজ শ্যামল মাঠ উরবর।
নানান ঋতুতে নানান ফুল ফল যায় যে দেখা দেশে,
তাইতো বুঝি রুপসী মেয়ে এসেছে রুপের বেশে।
কবির দেশ কবিতার দেশ সোনার বাংলাদেশ,
এই দেশেতে রয়েছে শত নেইতো তবুও শেষ।
দেশটা আমার গানের দেশ, দেশটা আমার প্রাণের দেশ,
সোনালী দেশে রুপোলী মেয়েরা উড়ায় স্বাধীন কেশ।
দেশটা আমার প্রকৃতির দেশ, হয়না তবুও শেষ,
সাঝ সকালে পাখির দেশ, প্রকৃতির মনোর বেশ।