একজন কবি তার কবিতা নিয়ে সারাটা দিন ভাবে,
কিভাবে লিখবে কবিতা, কিসের উপর ভিত্তি করে লিখবে।
বিদ্রোহী, প্রেম নাকি অন্য কিছুর উপর ভিত্তি করে লিখবে।
তাকে এই নিয়ে সারাটা দিন ভাবতে হয়।
কবিতা লিখতে হলে সমাজের নির্যাতিত মানুষ অবহেলিত, দুর্নীতির বিরুদ্ধে কবিতা লিখতে হবে।
একজন কবিকে হয়ে উঠতে হবে যেমন নরম ঠিক তেমনি বিদ্রোহী।
যেন কলম ধরার আগেই তার কবিতা থেকে সাহিত্যের মনি মুক্তা ঝরতে থাকে।
কবিতা লিখতে হবে সমাজকে নিয়ে,
কবিতা লিখতে হবে দেশের মানুষদেরকে নিয়ে, কবিতা লিখতে হবে দুর্নীতির বিরুদ্ধে।
কবিতা লিখতে হবে দেশ প্রেমকে নিয়ে,
কবিতা লিখতে হবে অন্যায়ের বিরুদ্ধে।
কবিতা লিখতে হবে অবহেলিত মানুষদেরকে নিয়ে।
তাহলেই একটি দূষণ মুক্ত সমাজ বা দেশ গড়তে পারবে।
তাহলেই দেশে শান্তি ফিরে পাবে।